গাইবান্ধায় শিশু বায়োজিদ হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসির মানববন্ধন
শিশু আব্দুল্লাহ বায়োজিদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১৩ জুলাই বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অসহায় বায়োজিদের বাবা-মা’র পক্ষে শত শত গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, সবুজ মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জুয়েল মিয়া, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শামিম আরা মিনা, সাগর মিয়া, গ্রামবাসীর পক্ষে জুয়েল মিয়া, হামিদুল ইসলাম, রাসেল শেখ, খুশি মিয়া, রেজাউল করিম, মজিদুল ইসলাম, ফিরোজ মিয়া, জহিরুল হক, রাহেনা বেগম, স্বপন মিয়া, মিনা বেগম, হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্ধা গ্রামের প্রবাসীর শিশু সন্তান আব্দুল্লাহ বায়োজিদকে নির্মমভাবে হত্যা করে একদল খুনি। পুলিশের সহায়তায় খুনিদের বিরুদ্ধে দুর্বল মামলা করা হয়। ফলে আসামীরা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে এবং জামিনে ছাড়া পেয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। তাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য অবশ্যই মামলার আইও পুলিশ কর্মকর্তাকে যথাযথ ভুমিকা পালন করতে হবে। এক্ষেত্রে যেকোন গাফিলতি অথবা দুর্নীতি হলে, প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন