গাইবান্ধায় শ্যুটারগানসহ গ্ৰেফতার ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230816_225501.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধায় দেশীয় একনলা শ্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৪৫) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক মাসুদ রানা গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।
বুধবার (১৬ আগস্ট) গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন তাঁর কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদে মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মারুফ মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এসময় মোটরসাইকেল আরোহী মাসুদ রানাকে থামিয়ে তার দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল (হিরো ১২৫ সিসি) ও সিম্ফনি মোবাইল ফোনটি জব্দ করা হয়। এ ঘটনায় মাসুদ রানার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), মো. আব্দুল্লাহ আল মামুন, ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সরকার ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বদরুজ্জামান উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন