গাইবান্ধায় স্বাস্থ্যসেবা নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Gaibandha-PHOTO-02-24-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেসরকারি সংস্থা ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন- ইএসডিও এর আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক কর্মশালা সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন- ইএসডিও গাইবান্ধা প্রজেক্টর ম্যানেজার মো. আব্দুস সামাদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সরোয়ার হোসেন চঞ্চল, ডা: ফাতেমাতুজ জোহরা, ডা: আসমিয়া রিফা, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, গিদারী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পৌর কাউন্সিলর, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অবহিতকরণ কর্মশালায় গাইবান্ধার অসহায় ও হতদরিদ্র মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন