গাইবান্ধায় ৯’শত ৯০পিছ ইয়াবসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা পৌর শহরের মেডিকেল মোড় থেকে ৯৯০ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন রাজিব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন রাজিব পিরোজপুর জেলার মাঠবাড়ীয়া উপজেলার বড় হারজী (হাওজী) গ্রামের আব্দুল হকের পুত্র।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা পৌর শহরের মেডিক্যাল মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে রাজিবের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত রাজিবকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।