গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২শ’ বর্ষের ঝুঁকিপূর্ণ বটগাছ কর্তনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন
গাইবান্ধারার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের (বটতলা) মোড়ে ঝুঁকিপূর্ণ ২শ’ বছরের বটগাছ কর্তনের দাবীতে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মহিমাগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শনিবার (২৪ জুন) দুপুরে মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকসি সূর্য, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর রিমন কুমার তালুদার, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, শেখ হাসিনা জেলা পরিষদ সভাপতি শামিম মিয়া, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হক, মহিমাগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম পলাশ, সাবেক ইউ’পি সদস্য তাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, প্রাচীন এই বটগাছটি দুইটি ব্যস্ততম সড়কের উপর অবস্থিত। ইতিমধ্যেই বট গাছের শিকড়, গোড়ার, বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ে পথচারীসহ জানমালের ক্ষতি সাধন হতে পারে। তাঁরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ বটগাছটি কেটে অপসারণ করার দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন