গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/FB_IMG_16938151880612-683x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যারেজের চৌবচ্চা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া ব্রাক অফিসের পূর্ব পার্শে সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চার মধ্যে একটি লোক পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ারসার্ভিস কর্মীরা সোমবার দুপুরে ঘটনাস্থলে এসে অজ্ঞাত (৫০)এক ব্যক্তির লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, স্থানীয় লোকজনের বর্ননা মতে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ সহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন