গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত
‘‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’’ প্রতিপাদ্যে ৬ষ্ঠ বারের মতো সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ভোটার দিবস হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলানায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়াম লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধি সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন