গাইবান্ধার তুর্কা-কিশামত বালুয়ায় সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্থর স্থাপন করেন- হুইপ
গাইবান্ধা সদর উপজেলার তুর্কা থেকে কিশামত বালুয়া এলাকায় গতকাল রোববার সড়ক উন্নয়ন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
গাইবান্ধা সদর উপজেলায় অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় খোলাহাটি ইউনিয়নের তুর্কা বন্যা বাঁধের মাথা থেকে কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৭০০ মিটার সড়ক উন্নয়ন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলজিইডির তত্ত্বাবধানে সড়কটি নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা সদরের এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সহকারি প্রকৌশলী মো. উজ্জল মিয়া, এসও মাহবুবুর রহমান, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ঠিকাদার আবু সাঈদ সরকার, খোলাহাটি মহিলা সদস্য নাজমা বেগম, আমিনুল ইসলাম প্রমুখ।
ভিত্তি প্রস্থর স্থাপনকালে হুইপ গিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় কাঁচা সড়ক পাকাকরণ, ব্রীজ-কালভার্ট নির্মাণের মধ্য দিয়ে দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
উল্লেখ্য, সদর উপজেলার কিশামত বালুয়া, খোলাহাটিসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপর সড়কটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করায় এলাকার অতিউৎসাহিত লোকজন ব্যানার নিয়ে স্বত:স্ফুর্তভাবে একটি আনন্দ র্যালী বের করে।
এর আগে হুইপ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে ৩ হাজার অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন এবং ঘাগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন