গাইবান্ধার পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মাটির স্বাস্থ্য সুরক্ষায় পুরস্কার লাভ
মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদানের জন্য গাইবান্ধার জেলার মধ্যে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তার পুরস্কার পেলেন পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. ফাতেমা কাওছার মিশু।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ উপলক্ষে মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদানের জন্য পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. ফাতেমা কাওছার মিশুকে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো তাঁর হাতে এ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আশরাফুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পার্থ কমল কুন্ড, জেলা কৃষি ও বিপনন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন