গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার তিনটি রাস্তা ও গণশৌচাগার কাজের উদ্বোধন
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তা ও একটি গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে এসব রাস্তার ও গণশৌচাগার নির্মান কাজের শুভ-উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় পৌরসভায় সহকারি প্রকৌশলী মো. মর্তুজা এলাহী, কাউন্সিলরবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; পৌরসভার নুনিয়াগাড়ী ওয়ার্ডে ঢাকা-রংপুর মহাসড়ক হতে ঘোড়াঘাট সড়কসহ হরিণমারী, সুইগ্রাম ও শিবরামপুর গ্রামের রাস্তা এবং সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন প্রেসক্লাব রোডে গণশৌচাগারটি নির্মাণ কাজ এলজিসি আরআরপি’র অর্থায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে করা হবে পৌরসভা সূত্রে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন