গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস, এম রফিকুল ইসলাম রিপন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,যুব মহিলালীগের সভাপতি কল্পনা বেগমসহ অন্যান্যরা।
এসময় বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় নারীদের মাঝে উপজেলা মহিলা বিষয়ক অফিসের থেকে সেলাই মেশিন ও নগদ অর্ত বিতরন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সোহেল মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন