গাইবান্ধার পলাশবাড়ীতে ১৬০বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/FB_IMG_1685969880912.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আব্দুল্লা আল মামুন (৩৪) ও হাসিবুল ইসলাম টুটুল (২৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এদের কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার (৫ জুন) সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে বিআরটিসি নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওইসব ফেনসিডিলসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল্লা আল মামুন রাজশাহীর তানোর উপজেলার হরিশপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও হাসিবুল ইসলাম টুটুল একই উপজেলার হরিশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন