গাইবান্ধার পলাশবাড়ীর প্রফেসরপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামে অবস্থিত ঐহিত্যবাহী প্রফেসরপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

পুরাতন মসজিদটি ভেঙ্গে ফেলে নতুন করে পাঁচতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করার লক্ষ্যে শনিবার (২২ জুলাই) সকালে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মালেক চৌধুরী, পলাশবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি আজাদুল ইসলাম, অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, অত্র জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান আসাদ, মুয়াজ্জিন হাফেজ মো. শাহ্ আলম ছাড়াও মসজিদ কমিটির অপরাপর সদস্য এবং মুসুল্লির মধ্যে অধ্যক্ষ (অব.) মো. শাহজাহান আলী, সহকারি অধ্যক্ষ (অব.) আব্দুস ছামাদ, শিক্ষক (অব.) আলহাজ্ব আমিনুল ইসলাম বিএসসি, অধ্যক্ষ সারোয়ার রাব্বি, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম সাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসান মাহমুদ রাসেল তাপস, ব্যাংকার (অব.) শাহ আলম, ডা. আলহাজ্ব তারা মিয়া, ব্যাংকার (অব.) মো. আব্দুর সাত্তার, আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হক. মো. সাইফুল ইসলাম।

লাভলু মিয়া, ব্যাংকার (অব.) আলহাজ্ব মাজেদুল ইসলাম, মো. বাদশা আলম, নজরুল ইসলাম রাজু, আলহাজ্ব আব্দুল হামিদ, মসজিদর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের, নজরুল ইসলাম, সোলাইমান দুদু, সাইফুল ইসলাম লিখন, মো. জাকারিয়া ইসলাম জাকু, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল নোমান।

আতাউর রহমান মন্টু, পোল্ট্রি ব্যবসায়ী শরিফুল ইসলাম, ডিআর রুহুল কুদ্দুস শিবলী, মো. মাকছুদার রহমান রেজা, আসাদুজ্জামান আাসাদ, বিজিবি (অব.) লুৎফর রহমান জিয়াউর রহমান রিপন, সহকারি অধ্যাপক ওয়াহেদ আলী রাজা, সৈনিক (অব.) আলহাজ্ব শহিদুল ইসলাম সহিদ, হাসান ইমাম বিদ্যুৎ, আব্দুল হান্নান মিঠু, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, মুন্তাসির মামুন রুশো, ফজলুল কবীর প্লাবন, ও মো. মশফিকুর রহমান মিলটন প্রমুখ।

মসজিদের সভাপতি সকল ধর্মপ্রাণ মানুষদের মসজিদ নির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান জানান। কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে পরিচালিত ১৯৭১ সালে নির্মিত পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী প্রফেসরপাড়া জামে মসজিদটি দ্বিতল ভবন ভেঙ্গে ফেলে নতুন করে পাঁচতলা ভবন নির্মাণ কাজ শুরু করা হচ্ছে।

(রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ‘যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তা‘আলা তার জন্য অনুরূপ ঘর জান্নাতে তৈরী করে দিবেন।’ (সহীহ বুখারী-৪৫০, সহীহ মুসলিম-৫৩৩, ইবনে মাজাহ-৭৩৮)। অত্র মসজিদ নির্মাণের জন্য আপনারা মুক্ত হস্তে দান করে আল্লাহ তায়ালার নিকট জান্নাতে অনুরূপ ঘর অর্জনের সৌভাগ্য লাভ করুন।

দান পাঠানোর ঠিকানা- ব্যাংক হিসাব নম্বর-০১০০০৮৭৪৭২৫৮৭, জনতা ব্যাংক লিমিটেড, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা। ভিত্তি প্রস্তর শেষে দেশ-জাতির কল্যাণে এক বিশেষ মুনাজত পরিচালনা করেন, পলাশবাড়ী হাট জামে মসজিদের ঈমাম মাও. শহিদুল ইসলাম।