গাইবান্ধার পলাশবাড়ীতে ২৪ কেজি শুকনা গাঁজা সহ ৩ মাদক কারবারি আটক
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৪ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশ ভবন মিলনায়তনে প্রেস কনফারেন্সের আয়োজন করেন সহকারি পুলিশ সুপার(সি-সার্কেল)উদয় কুমার সাহা।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধার পুলিশ সুপার মো.কামাল হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত’র লক্ষ্যে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপনসূত্রে খবর পেয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে থানা পুলিশের আব্দুল মান্নানের নেতৃত্বে একটি পুলিশ টীম অভিযান পরিচালনা করে।
পলাশবাড়ী পৌরশহরের রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের মহেশপুর বিটিসি মোড় নামক এলাকায় তপন কুমার রায়ের বসতবাড়ি সংলগ্ন রংপুর হতে বগুড়াগামী সফর সঙ্গী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পৃথক তিন পোটলায় ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ এসময় ৩ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানায়, বগুড়ার জনৈক এক ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের সোলেয়মান মিয়ার ছেলে আাব্দুল আজিজের নিকট হতে ক্রয়কৃত গাঁজা নিয়ে বগুড়ায় যাচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (মিস্ত্রিটারী) গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম (২২) একই উপজেলার পশ্চিম রামখানা (মাদ্রাসা মিস্ত্রি মোড়) গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) এবং ফুলবাড়ী উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাহিদুল ইসলাম জাকির (২০)।
ইলেকট্রিক ক্যাবল প্যাঁচানো হার্ডবোড-রড ও ভিতরে প্লাষ্টিক পাইপের তৈরি কয়েলে সাদা পলিথিনে কালো কসটেপ দিয়ে অভিনব কায়দায় পৃথক তিনটি পোটলায় মোড়ানো আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রেস কনফারেন্সে সহকারি পুলিশ সুপার শুভ্রদেব, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, এসআই আঃ মান্নান, থানা পুলিশের অপরাপর সদস্য ছাড়াও গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা (নং-২৮,তাং-২৬/০২/২০২৩) রুজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন