গাইবান্ধার ফুলছড়িতে ককটেল-পেট্রলবোমা ও লাঠি উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/FB_IMG_1698923501437.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাদরাসার মাঠ থেকে ৮টি ককটেল, ৬টি পেট্রলবোমা ও বস্তা ভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে কি পাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ সেখান থেকে ৮টি ককটেল, ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ মো. রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেল, পেট্রলবোমা ও লাঠির বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো অপরাধীকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন