গাইবান্ধার ফুলছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গাইবান্ধার ফুলছড়িতে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার ৩ হাজার ৩’শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা নিপুণ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাসান মানিক প্রমুখ।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া জানান, রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, চীনাবাদাম, সূর্যমুখী, মুগ, মসুর ও সয়াবিন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ৩ হাজার ৩’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন