গাইবান্ধার সুন্দরগঞ্জে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুরে যাতায়াতের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেধাবী ছাত্র সোহেল নিহত হয়। এ ঘটনার মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে উপজেলার কছিম বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার উত্তর শ্রীপুর গাছবাড়ী এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ি শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সোবহান, আহসান হাবীব, সাকিবুল হাসান, নয়ন মিয়া, মোঃ মোজাহিদ মিয়া ও মরহুমের স্ত্রী মোছা. সুমি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, পূর্ব শত্রæতার জেরে সোহেলকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য; গত সোমবার যাতায়াতের রাস্তা নিয়ে আসামী দুলা মিয়ার সাথে সংঘর্ষে সোহেল গুরুতর আহত হয়। পরে তাকে দ্রæত রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় সোহেলের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ছবি