গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ১২টি দোকান পুড়ে ছাই! অর্ধকোটি টাকার ক্ষতি
গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজারের গরুহাটির প্রবেশ পথের ধারে দোকানপাট গুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে দমকলকর্মী ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজনের কাছে আগুন লাগার সূত্র জানতে চাইলে তারা সঠিকভাবে কেউ কোনও তথ্য দিতে পারেনি। তবে অনেকে ধারণা করছেন বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের পরিদর্শক মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাব করা হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন