গাজা পুনর্গঠনে অঙ্গীকার করেন ইলন মাস্ক

ইসরাইল-হামাস যুদ্ধ শেষে গাজা পুনর্গঠনে সহায়তা করতে চান মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক।

সম্প্রতি তিনি ইসরাইল সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর এক্সে দেয়া পোস্টে তিনি গাজা পুনর্গঠনের অঙ্গীকার করেন।

তবে নিজেদের স্বাধীনতার দাবিতে যুদ্ধরত হামাসকে তিনি উগ্রপন্থি বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণ।

সোমবার নেতানিয়াহু টুইটারে সরাসরি আলোচনায় বলেছেন, প্রথমে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উগ্রপন্থামুক্ত করা গুরুত্বপূর্ণ। অন্য আরব দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে যেমন অধিকতর উদার হয়েছে গাজাকে তেমন হতে হবে। ইহুদিবিদ্বেষ ইস্যুতে সম্প্রতি সমালোচনার মুখে রয়েছেন ইলন মাস্ক। ইসরাইল সফরে গিয়ে সেখানকার সিনিয়র নেতাদের সঙ্গে মিটিং করেছেন তিনি। কেফার আজা কিব্বুটজ এলাকা সফর করেছেন।

এ এলাকায়ই ৭ই অক্টোবর হামাস ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায়। সেখানে পড়ে থাকা বুলেটের খোসা দেখেন ইলন মাস্ক। হামাসের হামলার ফুটেজ দেখে তিনি তাদেরকে শয়তানি শক্তি বলে অভিহিত করেন। হামাসের ওই হামলার ভিডিও ফুটেজ বিশ্বজুড়ে সবাইকে দেখাচ্ছে ইসরাইল।