গাজা-মিশর সীমান্ত এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল
গাজা-মিশর সীমান্তের ‘ফিলাডেলফি করিডোরের’ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তার দাবি, সেখানে ২০টি সুড়ঙ্গপথ পাওয়া গেছে। আর এই পথ ব্যবহার করেই অস্ত্র পাচার করতো হামাস সদস্যরা।
অবশ্য মিশরীয় কর্মকর্তাদের দাবি, নিজেদের অবৈধ অভিযানকে বৈধতা দিতেই সুড়ঙ্গ পাওয়ার কথা বলছে ইসরায়েল।
বর্তমানে মিশর ইসরায়েল উত্তেজনা তুঙ্গে। রাফায় ইসরায়েলি সেনা অভিযানকে বড় হুমকি হিসেবেই দেখছে আব্দেল ফাত্তাহ আল-সিসিরি দেশ।
আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বুধবার বলেন, ‘সম্প্রতি আইডিএফ সেনারা মিশর ও রাফা সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে।’ মুখপাত্র হাগারি বলেন, সেনারা বিষয়গুলো তদন্ত করছে এবং টানেলগুলোকে ‘অকার্যকর’ করছে। হাগারি অবশ্য পরে সাংবাদিকদের বলেছেন, সেখানকার সব টানেলের সঙ্গেই মিশরের সংযোগ আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
মিশরের সঙ্গে গাজার যে ১৩ কিলোমিটারের সীমান্ত আছে, সেই ফিলাডেলফি করিডোর ‘বাফার জোন’ হিসেবে বিবেচিত হয়। গাজা অংশের মিশর এর আগে দাবি করেছিল, তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করেছে, ফলে কোনো ধরনের অস্ত্র চোরাচালান সম্ভব নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন