গাজীপুর সিটি নির্বাচনে আমরা সন্তুষ্ট : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ৪২৫ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৯ কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। বাকি ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

ভোটে বিন্দুমাত্র অনিয়ম বরদাস্ত করেনি কমিশন। অনিয়মের কারণে কমিশনের নির্দেশেই ৯ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বিন্দুমাত্র অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তাই সে বিষয়ে কিছু জানা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে জানতে চাইলে সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বাসযোগ্য নয়। ৯ কেন্দ্রের বাইরে কোনো অনিয়ম হয়নি?

৯ কেন্দ্রের বাইরে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই বা কেউ কোনো অভিযোগও করেনি। বিন্দুমাত্র অভিযোগ পেলে তা বন্ধ করা হয়েছে। কমিশন ভোটে সন্তুষ্টি প্রকাশ করেছেন।