গায়েবি মামলার অভিযোগের কোনো ভিত্তি নেই : শিল্পমন্ত্রী
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিরোধী দল গায়েবি মামলার যে অভিযোগ করেছে তার কোনো ভিত্তি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। নির্বাচনের সময়ও তা স্বাভাবিক থাকবে বলে আশা করছি।’
বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘দেশের মানুষ নির্বাচনমুখী। সবদল নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এবার অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই।’
আমির হোসেন আমু বলেন, ‘বিরোধী দল মিছিল-মিটিং করছে। এসব মিছিল মিটিং সমাবেশে কোনো দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।’
তফসিল ঘোষণা হলে রাজনৈতিক দলগুলোর আন্দোলন প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, ‘বিরোধী দল সম্পূর্ণরূপে নির্বাচনমুখী। তাদের দাবি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। সেখানে বিশৃঙ্খলার আশঙ্কা নেই।’
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘৩০ হাজার পূজামণ্ডপ আছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন