গুলশানের সিলভার টাওয়ারে আগুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/gulsan-2-20181024150100.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত সিলভার টাওয়ারের ১০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কন্ট্রোলরুমের দায়িত্বরত এই কর্মকর্তা আরো জানান, ফায়ার সার্ভিসের আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন