গুহায় আটকা বাকি কিশোরদের উদ্ধারে ফের অভিযান
থাইল্যান্ডে চিয়াং রাইপ্রদেশের থাম লুয়াং গুহায় আটকেপড়া বাকিদের উদ্ধারে আবারও অভিযান শুরু হয়েছে।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় গুহার ভেতরে প্রবেশ করেন উদ্ধারকারী দলের ডুবুরিরা। খবর সিএনএন।
থাইল্যান্ডে গুহায় আটকেপড়া ১৩ জনের মধ্যে ছয়জনকে রোববার উদ্ধার করা হয়। এখনও ওই গুহার ভেতরে ছয় কিশোর ফুটবলার ও তাদের কোচ রয়েছেন।
উদ্ধারকাজের সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেন, বাকিদের উদ্ধারে আবারও অভিযান শুরু হয়েছে। রোববার যেসব ডুবুরি অভিযানে গিয়েছিলেন, তারাই আজ গুহার ভেতরে গেছেন।
এদিকে উদ্ধার করা ছয় কিশোর ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় চার কিলোমিটার দীর্ঘ ও আঁকাবাঁকা সুড়ঙ্গের ভেতর দিয়ে শিশুদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছেন। প্রতিটি শিশুর সঙ্গে দুজন করে ডুবুরি থাকছেন।
উদ্ধারকারী দলে বিদেশি ১৩ ডুবুরি ও থাই নৌবাহিনীর পাঁচ ডুবুরি রয়েছেন।
গত ২৩ জুন বেড়াতে গিয়ে সেখানে আটকা পড়ে ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ।
তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি।
গুহায় প্রবেশের ৯ দিন পর গত ২ জুলাই আটকেপড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। এর পর থেকেই শিশুদের উদ্ধারে তৎপরতা শুরু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন