গুহায় ১০ দিন আটকে থাকলে কী ক্ষতি হতে পারে?
থাইল্যান্ডের একটি গুহার চার কিলোমিটার ভেতরে ১২ জন ক্ষুদে ফুটবলারকে নিয়ে তাদের কোচ আটকে পড়ার খবরে দুনিয়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাদের উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান। ইতোমধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের মধ্যেই সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।
গত ২৩ জুন ১২ জন ক্ষুদে ফুটবলারদের নিয়ে তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং গুহা দেখতে যান। কিন্তু গুহার ভেতরে ঢুকলে হঠাৎ বৃষ্টি আসলে তারা গুহার মুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চলে যান এবং সেখানেই আটকা পড়ে আছেন।
দীর্ঘদিন গুহার ভেতরে থাকা মানেই মৃত্যুর ঝুঁকি। ইতোমধ্যে তাদের অক্সিজেন দিতে গিয়ে এক ডুবুরির মৃত্যুও হয়েছে। এভাবে গুহায় আটকে থাকলে মৃত্যু ঝুঁকির পাশাপাশি জীবিত থাকলেও কিছু ক্ষতি হতে পারে। কেউ ১০ দিন গুহায় আটকে থাকলে কি কি ক্ষতি হতে পারে তা জানিয়েছে বিবিসি বাংলা-
চোখ: দ্রুত আলোতে আসার কারণে রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফুসফুস: গুহার ভেতরে বাতাসের অভাবে নানা রোগ দেখা দিতে পারে।
পাচনতন্ত্র: ওজন কমা, অপুষ্টি, হার্ট অ্যাটাক এবং শরীরের কোনো কোনো অংশ অকেজো হয়ে যেতে পারে।
ত্বক: আদ্র পরিবেশে ত্বকের স্বাভাবিক রং হারিয়ে যায়। অনেক রোগ সংক্রমিত হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন