গৃহহীন ও ভুমিহীন মানুষের মধ্যে জমিসহ পাকা ঘর বিতরণ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রেস বিফ্রিং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে সমাজের গৃহহীন ও ভুমিহীন মানুষের মধ্যে জমিসহ পাকা ঘর ২২ মার্চ মঙ্গলবার বিতরণ করা হবে। এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে সোমবার স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
প্রেস বিফ্রিংয়ে জেলা প্রশাসক মো. অলিউর রহমান উল্লেখ করেন, সারাদেশের গৃহহীন ও ভুমিহীন ৩য় পর্যায়ে (অবশিষ্ট) ও ৪র্থ পর্যায়ের (১ম ধাপ) ৩৯ হাজার ৩৬৫ জন মানুষকে জমিসহ পাকা ঘর প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলার ৬টি উপজেলায় মোট ১ হাজার ১৭টি পরিবারকে জমিসহ পাকা ঘর দেয়া হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যাপি ভুমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। জমিসহ প্রতিটি ঘরের মালিকানা স্বামী স্ত্রীর ৫০% করে এবং যেখানে উপকারভোগী একজন সেখানে তিনি পূর্ণ ঘরের মালিকানা লাভ করবেন। যার ফলে বাংলাদেশের সর্বত্র নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। একই সাথে উপকারভোগীরা সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক উপজেলা প্রান্তে সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সকল উপকারভোগী, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জেলার ১ হাজার ১৭ জন উপকারভোগীর মধ্যে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারী থেকে শুরু করে অন্যান্য কাগজগুলো হস্তান্তর করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসান।
উল্লেখ্য, ইতিমধ্যে এ জেলায় মোট ৪ হাজার ৫৬৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন