পটুয়াখালীর কলাপাড়ায়
গোপনে চাইনিজদের কাছে বিক্রি হচ্ছিলো খেঁকশিয়াল
পটুয়াখালীর কলাপাড়ায় একটি খেঁকশিয়াল বিক্রির সময় উদ্ধার করে বনে অমুক্ত করেছে এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা।
পরে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে জেলা বন কর্মকর্তার নির্দেশে উপজেলার রজপাড়া এলাকার নদী সংলগ্ন বনে এটি অবমুক্ত করা হয়।
এর আগে সন্ধ্যায় শেখ কামাল সেতুর নিচ থেকে এ শিয়ালটি উদ্ধার করে এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার যুবক সদস্যরা।
প্রানীটি অবমুক্ত কালে উপস্থিত ছিলেন এনিমেল লাভার অফ কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম, রাকায়েত হোসেন, নজরুল ইসলাম, ওমর আলী ও হৃদয়।
সংগঠনটির সদস্যরা জানান, সন্ধ্যায় শেখ কামাল সেতুর নিচে এ প্রানীটি বেচা বিক্রি হচ্ছিলো। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা বিক্রেতা দুইজনই দৌঁড়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চাইনিজদের কাছে এটি বিক্রির পায়তারা করছিলেন চোরা শিকারিরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চা এ শিয়ালটিকে বনে অবমুক্ত করা হয়।
এনিমেল লাভার অফ কলাপাড়া সংগঠনের সদস্য নজরুল ইসলাম জানান, কলাপাড়ায় বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। যেখানে চাইনিজরা কাজ করেন। এটি চাইনিজদের কাছে বিক্রির জন্য ধরা হয়েছে। কারণ এ প্রানী একমাত্র চাইনিজরাই খায়। এর আগেও আমরা এই এলাকা থেকে একটি বানর এবং বেশ কিছু পরিযায়ী পাখি উদ্ধার করে অবমুক্ত করেছি।
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এনিমেল লাভার অফ কলাপাড়া শাখা সংগঠনের সদস্য বেশ প্রশংসনীয় কাজ করছে। তারা খেঁকশিয়ালটি উদ্ধার করেছে। পরে আমাকে অবহিত করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন