গোপালগঞ্জে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: রেজাউল করিম, পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আসাদুজ্জামান নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ন ও গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত টিম এসকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে অংশ নেন।
অভিযানে গোপালগঞ্জ সদরের কেকানিয়ায় অবস্থিত মেসার্স এস আর আর বি এবং মেসার্স এম আর বি ব্রিকস নাকে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কেকানিয়ায় অবস্থিত মেসার্স লাল পরি ব্রিকস উচ্ছেদ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন