গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আনসার ও ভিডিপি’র দুর্নীতি বিরোধী মানববন্ধন
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) র্যালী, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা), দুদকের গোপালগঞ্জ জেলা উপ-পরিচালক সিফাত উদ্দিন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: ফজলে রাব্বি এবং সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ।
এসময় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা- টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, মকসুদপুর, কাশিয়ানী এবং গোপালগঞ্জ সদরের শতাধিক মহিলা ও পুরুষ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সামরিক- বেসামরিক পর্যায়ের জনবলের অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সাফল্য মণ্ডিত করে তোলেন।
এবিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মো: অহিদ হোসেন বলেন, যোগ্য দক্ষ এবং সুনাগরিক হিসেবে আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের সার্বিক জীবনমান উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি কাজ করছে।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জনাব মো: ফজলে রাব্বি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের জন-নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদা-সর্বদা জাগ্রত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন