গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি
গোপালগঞ্জের মুকসুদপুরে পৌরসভার গোলাবাড়িয়া গ্রামে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে ১০-১২ জনের একদল ডাকাত ভবনের নিচ তলার জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সাড়ে ৪ ভরি বিভিন্ন স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ সহ মালামাল নিয়ে যায়। মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি ও সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান স্যার ঘটনা স্থলে গিয়েছিলাম এটা চুরি না ডাকাতি পরে জানা যাবে।
ক্ষতিগ্রস্ত পরিবার এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন