গোপালগঞ্জের মুকসুদপুরে উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেওয়া হলো ৩১ টি দোকানসহ শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলা উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেওয়া হয়েছে ৩১ টি দোকানসহ শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব।
নডসোমবার (১৯ মে) দুপুরে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট বাজারে, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা বেদখল করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় দীর্ঘদিন যাবত স্থানীয় সাধারণ জনগন দখল করে পাকা স্থাপনা তুলে ব্যবসা করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা বেদখল করতে অনেক পূর্ব থেকে নোটিশের মাধ্যমে জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা গড়িমসি করেছিল। এ কারণে জেলা প্রশাসনের মাধ্যমে আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড প্রবীর বিশ্বাস, জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড রাসেল মুন্সি, গোপালগঞ্জ জেলা উপ বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, গোপালগঞ্জ সদর পউর শাখার উপ সহকারী প্রকৌশলী আরিফুল, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল, সিন্দিয়াঘাট ফাঁড়ি ইনচার্জ আলমগীর হোসেন প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন