গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোসনা নামের একজনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/electricity-death-বিদ্যুৎস্পৃষ্টে-মৃত্যু-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোসনা নামের একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় আহাম্মদ আলী (৪০) নামের এক গাড়ি চালক বিদ্যুতায়িত হয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী জোসনা বেগম (৩৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বুধবার বিকেলে ৩ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন স্বামী আহাম্মদ আলী।
সূত্রমতে,মোটরগাড়ি চালক মোহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তেমন কোন সাবধানতা অবলম্বন না করায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সাথে টিনের সংস্পর্ষে টিনসহ বিদ্যুতায়িত হয়।
ঘটনাটি দেখতে পেয়ে তার স্ত্রী জোসনা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই মারাত্মক আহত হন। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন