গৌরীপুরে দুগ্ধ খামারিদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ

ময়মনসিংহের গৌরীপুরে দুগ্ধ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের  সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা  হয়েছে।

বুধবার (১৪ জুন) বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
 
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয় মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণের সমাপনী হয় বুধবার।

প্রশিক্ষণে ৪০ জন খামারি অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. হারুন অর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আসমাউল ইকবাল  মৃদুল, খামারি জাহাঙ্গীর আলম মিলন,  বিলকিস সুলতানা ও কৃষক আবুল ফজল প্রমুখ।