গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের হারুন পাঠাগারের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে পৌর শহরে হারুন পাঠাগারে সদস্যদের নিয়ে র্যালি বের হয়। র্যালি শেষে শহরের হাতেম আলী রোডস্থ হারুন পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারুন পাঠাগারেরর পরিচালক চা দোকানি মো. হারুন মিয়া।
প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর গণপাঠাগারের নিবার্হী পরিচালক আমিরুল মোমনেীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা রইছ উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, বিজয় কম্পিউটারের পরিচালক তৌহিদুল আমিন তুহিন, জাহাঙ্গীর ইসলাম তানভীর , সায়েফ আহমেদ, অন্তর প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন