গ্রেফতার হতে পারেন হার্ভে ওয়েনস্টেইন
এবার বোধহয় আর গ্রেফতার এড়াতে পারছেন না হলিউড মুগল হার্ভে ওয়েনস্টেইন। তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের সর্বশেষ অভিযোগটিকে একটি মারাত্মক অপরাধ হিসেবেই আমলে নিচ্ছে নিউইয়র্ক পুলিশ।
প্রায় এক মাস ধরে অন্তত একশত জন অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন হার্ভের বিরুদ্ধে। কিন্তু ধর্ষণের মতো যথেষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় গ্রেফতার করা যাচ্ছিল না তাকে। কিন্তু এবারই প্রথম খুব শক্ত অভিযোগ পেয়েছে পুলিশ। ফলে যে কোন সময় গ্রেফতার হতে পারেন এ হলিউড প্রযোজক বলে সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে একজন তদন্তকারী। তদন্তকারী ঐ কর্মকর্তা বলেন, ‘এটাই এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অভিযোগ এবং হার্ভের অপরাধের যথেষ্ট আলামত আছে’।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা প্রধান রবার্ট বয়েস বলেন, হার্ভের বিরুদ্ধে করা অভিনেত্রী পাজ দে লা হুয়ের্তার অভিযোগটি বেশ ভয়াবহ অপরাধ ছিল। এবং অপরাধের প্রতিটি মুহূর্তের বিবরণ তিনি খুব জোরালো ভাবে উপস্থাপন করেছেন । এ ওয়ার্ক টু রিমেম্বার খ্যাত অভিনেত্রী দে লা হুয়ের্তা জানান , ২০১০ সালে দুই দফায় হার্ভে তাকে তার এপার্টমেন্টে জোরপূর্বক ধর্ষণ করে। সিএন এন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন