ঘোষিত তফসিল’কে স্বাগত জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে আ‘লীগের মিছিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Durgapur-15-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দুর্গাপুর উপজেরার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন তারা।
তফসিল ঘোষণার পরপরই যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা এর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল বের করে, এছাড়া উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিকসহ অংগসংগঠনের শত শত নেতাকর্মীরা ঐ মিছিলে অংশনেন।
নেতারা বলেন, নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করবো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন