চকবাজার ট্র্যাজেডি : ডিএনএ টেস্টে ১১ লাশ শনাক্ত

রাজধানীর চকবাজারের আগুনে পুড়ে মারা যাওয়াদের মধ্যে ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি।
বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকায় স্বজন দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।
চকবাজারের আগুনে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। পরে দাবিদার ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।
নমুনা সংগ্রহের সময় সিআইডির পক্ষ থেকে বলা হয়েছিল, ১৯ মরদেহের মধ্যে ১৪ মরদেহ শনাক্ত করতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগবে। বাকি চার মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তত তিন সপ্তাহ লাগবে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ ওই আগুনে সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জন মারা যান। পরে চারজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১ জনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















