চট্টগ্রাম টেস্টে বৃষ্টির চোখরাঙানি
বৃষ্টির আশঙ্কা ছিল ঢাকা টেস্টেও। দুদিন বৃষ্টির কারণে অল্প সময়ের জন্য বন্ধও রাখতে হয়েছিল মাঠের লড়াই। তবে শেষপর্যন্ত বড় কোনো বিপত্তি ছাড়াই শেষ হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। বাংলাদেশ পেয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টজয়ের স্বাদ। এবার সিরিজজয়ের স্বপ্ন বুকে নিয়ে চট্টগ্রামে পা রেখেছেন সাকিব-মুশফিকরা। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সেই স্বপ্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
আজ রোববার সকাল থেকেই দফায় দফায় ভারি বর্ষণ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। নির্ধারিত সময়ে অনুশীলনেও নামতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টির বাধায় বাধ্য হয়ে ইনডোরেই অনুশীলন সারতে হচ্ছে টাইগারদের। বৃষ্টির পূর্বাভাস আছে আগামী দিনগুলোতেও। ফলে বৃষ্টির কারণে ম্যাচটা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা খুব ভালোমতোই আছে।
দুপুর সাড়ে ১২টা নাগাদ বৃষ্টি থামার পর অবশ্য মাঠে আনাগোনা শুরু হয়েছে ক্রিকেটারদের। ইনডোরে অনুশীলন করতে করতেই মাঠ পরিদর্শনে এসেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বুঝে নেওয়ার চেষ্টা করছেন পিচের গতিপ্রকৃতি।
ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পেয়েছিল ঐতিহাসিক এক জয়। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে প্রথমবারের মতো। দুই ম্যাচের এই সিরিজটিতে বাংলাদেশের তাই আর সিরিজ হারের কোনো প্রশ্ন নেই। এখন ঢাকা টেস্টের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে টেস্টটা জিতে বা ড্র করে সিরিজ জয়ের হাতছানিও খুব ভালোমতোই আছে স্বাগতিকদের সামনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন