চট্টগ্রামে ছাত্রশিবির কার্যালয়ে বিস্ফোরণ, অভিযানে পুলিশ
চট্টগ্রামের চন্দনপুরায় ছাত্রশিবির কার্যালয়ের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রামের দক্ষিণ বিভাগের উপকমিশনার মেহেদী হাসান এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, ছাত্র শিবিরের কার্যালয়ে তিনটি বিকট শব্দের আওয়াজ শুনা গেছে। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্লক-রেট দিচ্ছিল দেওয়ান বাজারের চন্দনপুর এলাকায়। আর যখনই পুলিশের টিমটি শিবির কার্যালয়ে উপস্থিত হয়, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে পুলিশের বিপুল সংখ্যক শিবিরের কার্যালয়টি ঘিরে রাখে।
চট্টগ্রামের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, আমরা এই অঞ্চলটা ব্লকরেট শুরু করেছি। এখানে আসার পরই শিবিরের কার্যালয়ের কোন এক ফ্লোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীসহ কিছু পুলিশ সদস্য ওই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে এবং তারা বিস্ফোরণে কিছু আলামত দেখে নিচে নেমে চলে আসে।
তিনি আরো জানানা, বোমা নিষ্কীয় দল এখানে এসে পৌঁছালে অভিযানটি পুরোপুরিভাবে শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন