চট্টগ্রামে ট্রেলারচাপায় অটোরিকশার ২ আরোহী নিহত
চট্টগ্রামে কন্টেইনারবাহী একটি ট্রেলার চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।
রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্দরনগরীর নিমতলা মোড় থেকে ৫শ’ গজ দূরে বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বন্দর থানার ওসি ময়নুল ইসলাম জানান, কন্টেইনারবাহী ট্রেলার ও অটোরিকশাটি নিমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এসময় এক পর্যায়ে ট্রেলারটি উল্টে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং দুইজন আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু’পাশে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেলারটি সরিয়ে নিলে বেলা সাড়ে ১১টার পর সড়ক যান চলাচল স্বাভাবিক হয়ে বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন