চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ শাখায় ২৩ সিন্ডিকেট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/dudok-ctg-20220803143436.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় সরকারি ভূমি অধিগ্রহণে জমির ক্ষতিপূরণের টাকা উত্তোলনে ২৩টি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
বুধবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে এ তথ্য জানান তিনি।
এ দিন জনৈক নুর চেহের বেগমের একটি অভিযোগের বিষয়ে দুদকের গণশুনানিতে সংস্থাটির কমিশনার ড. মোজাম্মেল হক খান চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে এ তথ্য দেন মমিনুর রহমান। গণশুনানিতে সরকারি ৪২টি প্রতিষ্ঠানের শতাধিক অভিযোগ নিয়ে শুনানি চলছে।
তবে সিন্ডিকেটে কারা কারা জড়িত তাদের নাম প্রকাশ সম্ভব নয় বলে জানান জেলা প্রশাসক মমিনুর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন