চট্টগ্রামের পাঁচলাইশে সুবিধাবঞ্চিত বয়স্কদের মাঝে মাসিক হাত খরচ কর্মসূচি বিতরণ
চট্টগ্রামের পাঁচলাইশ বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন এর সুবিধাবঞ্চিত বয়স্কদের মাঝে মাসিক হাত খরচ কর্মসূচি বিতরণ করা হয়েছে।
পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে হামজারবাগ এলাকার শতাধিক সুবিধা বঞ্চিত বয়স্কদের মাঝে মাসিক হাত খরচ প্রদান কর্মসূচি অনুষ্ঠান আজ ৭ মে বিকাল ৪টায় নগরীর হামজারবাগস্থ এজাহার মিয়া ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে চেয়ারম্যান মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান মো: কামরুজ্জামান বলেন, এলাকার সুবিধাবঞ্চিত বয়স্কদের কল্যাণে এবং তাদের মাসিক খরচে চলমান কর্মসূচিটি আজীবন চলমনা থাকবে।
যাতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সামান্য অর্থের জন্য বড় কোন ঝুঁকির মধ্যে না পড়ে। সংগঠনের উদ্যোগে পরিচালিত এ মাসিক হাত খরচ প্রদান কর্মসূচির আওতায় এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত ব্যক্তি এ কর্মসূচির আওতায় এসেছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান মিন্টু, আলহাজ্ব শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রিজওয়ান খান, সহ-সাধারণ সম্পাদক শেখ মো: আবুল বশর, কোষাধ্যক্ষ মো: বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন খান মিন্টু, প্রচার সম্পাদক ইউনুচ রুবেল। এসময় ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবন্দ ও অফিস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন