চট্টগ্রামের মিরসরাইয়ে অদম্য সেরাদের সেরা অন্বেষণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা অনুষ্ঠিত
চট্টগ্রাামের মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের সেরাদেরসেরা অন্বেষণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সেরা ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়।
অভিভাবক ও সুধিজনদের আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সমাজসেবক শাহিদুল ইসলাম চোধুরী। আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক আইয়ুব খান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন।
পরীক্ষার ভাইভা বোর্ডের দায়িত্ব পালন করেন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এন্ড কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী শিক্ষিকা টুম্পা মনি রায়, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, অ্যাডভোকেট নাজমুল হাসান।
উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চোধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস বিকৃতি ও দুঃশাসনের কারণে ভুলে যাই আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের মনুষত্ববোধ জাগ্রত হতে হবে। মানুষকে মহান রাব্বুল আলামিন সৃষ্টির সেরাজীব হিসেবে সৃষ্টি করেছেন। এটি আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের আচরণে আমাদের জ্ঞানে আমাদের চিন্তায় সবসময় মনে করতে হবে আমরা মানুষ।
তিনি আরো বলেন, ইতিহাস বিকৃতির কারণে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস ভুলতে বসেছে। মানুষ যখন সঠিক ইতিহাস জানে তখন তার মনে বিবেকবোধ জাগ্রত হয়। তাই তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। আজকে যারা এখানে ভাইভায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই মেধাবী। তাদের জন্য শুভ কামনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন