চট্টগ্রামের মিরসরাইয়ে আচরণ বিধি লঙ্ঘন; রুহেলের কর্মীর জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/IMG_20231223_204122-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী গিয়াস
উদ্দিনের ব্যানার পোস্টার লাগাতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপর এলাকায় এঘটনায় ঘটে। এতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মীর আবুল বশরকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় জোরারগঞ্জ পরাগলপুর এলাকায় আবুল বশর নামে এক ব্যাক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি ভবিষ্যতে আর আচরণ বিধি লঙ্ঘন করবেন না মর্মে অঙীকার করেন। সবাইকে আচরণ বিধি মেনে চলার অনুরোধ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন