চট্টগ্রামের মিরসরাইয়ে ডোবায় ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
চট্টগ্রামের মিরসরাইয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়দারোগাহাট বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বড়দারোগাহাট এলাকায় মহাসড়কের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চমেকে মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় মহাসড়কের পাশের ডোব থেকে রাবেয়া বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। তিনি মানসিকভারসাম্যহীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন