চট্টগ্রামের মিরসরাইয়ে রমজান উপলক্ষে সাড়ে ৩ শত পরিবার পেল খাদ্য সামগ্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/received_1084024342864650-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ের সাড়ে ৩ শত পরিবার রমজান উপলক্ষে পেল পুরো মাসের খাদ্য সামগ্রী। রবিবার (১০ মার্চ) উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কৃতি সন্তান ট্রান্সপোর্ট নেট কোম্পানী লিমিটেডের ম্যানেজিং পার্টনার জামশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএন্ডএফ ব্যবসায়ী মোর্শেদুল আলম, ব্যবসায়ী শামছুল আলম চৌধুরী মুন্না, দলিল লেখক ও ভেন্ডার কাঞ্চন বড়ুয়া, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আটা, তেল, লবন, খেজুর, মুগডাল, ছোলা বুট, চিনি, কাপড় কাঁচা সাবান, লাক্স সাবান, দুধ।
জামশেদ আলম বলেন, আমি দীর্ঘদিন যাবত সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সামাজিক কর্মকান্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন