চট্টগ্রামের সাতকানিয়া কেরাণীহাট নিউ মার্কেটে ভয়াবহ আগুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/PicsArt_05-29-10.48.11.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর নামে খ্যাত সাতকানিয়া কেরাণীহাট নিউ মার্কেটে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৯মে) সকাল ৯টার দিকে কেরাণীহাট নিউ মার্কেটে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে অবস্থানরত জনসাধারণ জানায়,আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সে বিষয়ে নিশ্চিত জানা যায় নাই তবে রেস্টুরেন্ট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে কেউ কেউ জানান।
সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট করাকালীন সময়েও পরিস্থিতি এখনো অস্বাভাবিক, তবে নিয়ন্ত্রণে কাজ করছে সাতকানিয়া ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন