চট্টগ্রামের সীতাকুণ্ড বিস্ফোরণ: আরো ২ মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ নিয়ে এখন পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ এ দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৭ জুন) ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ডিপোর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুইটি লাশের দেহাবশেষ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মী অন্যজন সিকিউরিটি গার্ড হওয়ার সম্ভাবনা বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এদিকে, ইয়ার্ডে থাকা প্রায় সাড়ে চার হাজার কনটেইনারের মধ্যে ২৭টি বিপজ্জনক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। যেগুলোতে হাইড্রোজেন পার অক্সাইডের মতো রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে আটটি কনটেইনার পুড়ে গেছে।
এছাড়া পুড়ে যায়নি অথচ অরক্ষিতভাবে ছিল এমন ৭টি কন্টেইনার ইতোমধ্যে আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু আরো বারোটি রাসায়নিক কনটেইনার অচিহ্নিত অবস্থা আছে। ফলে এখনো ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার কর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন