চর মন্ত্রণালয় স্থাপনের দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ

চরের মানুষের জীবন মান উন্নয়নে অবিলম্বে চর মন্ত্রণালয় স্থাপনের দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডে ভুরুঙ্গামারী চর উন্নয়ন কমিটির আয়োজনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব এস,এম,আশরাফুল হক রুবেল।

আরো উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন।

পরে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঝগড়ার চরে চরবাসীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।এ সময় চরবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ভুরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতি ত্বে ও সদস্য সচিব ইউছুফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ডাঃ শাহাদাত হোসেন,জেলা কমিটির যুগ্ম আহবায়ক সায়েদুল আহমেদ বাবু,অধ্যাপক নাজমুন নাহার বিউটি,ডাঃ মাহফুজার রহমান মারুফ, সহকারী অধ্যাপক ফারুক সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা কুড়িগ্রাম সহ সারাদেশের নদী তীরবর্তী চরের মানুষের জীবন মান উন্নয়নে অবিলম্বে চর মন্ত্রণালয় স্থাপনের দাবি জানান।