চলতি বছরেই ভারতের করোনা টিকার উৎপাদন শুরু!
চলতি বছরের শেষের দিকে আসতে পারে ভারতের করোনা টিকা। এমনই ইঙ্গিত দিলেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের এনডিআরএফ’র একটা দশ শয্যার হাসপাতালের উদ্বোধনে গিয়ে তিনি বলেন, দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটার ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের দাবি, আট মাসের দীর্ঘ লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ। মোট ২২ লক্ষ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লক্ষ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন।
এদিকে, ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট সংক্রমিত ৩০,০৫,২৮১। সংক্রমণের বিচারে বিশ্বে তিন নম্বরে ভারত। প্রথম দুয়ে ইউএস ও ব্রাজিল। গত ১৮ দিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বের অন্য দেশগুলোকে ছাপিয়ে গিয়েছে ভারত। সূত্র: এনডিটিভি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন